Hurkle-Durkling

বেড়াতে গিয়ে নিশ্চিন্তে ঘুম, এটাই নাকি নতুন বছরের ভ্রমণের নয়া চল! বিষয়টি বিশদে কী?

বেড়াতে গিয়ে একদল যেমন বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘুরতে বেরিয়ে যান, ঠিক তার উল্টোটাও হয়। অনেকেই চান, প্রকৃতির কোলে বসে নিশ্চিন্তে কয়েকটি দিন কাটাতে। এটাই নাকি নতুন চল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১১:৪২
Share:

ছবি: সংগৃহীত।

বেড়াতে গিয়ে ঘুম থেকে উঠতে দেরি হলে মাঝেমধ্যে সঙ্গীর গঞ্জনা শুনতে হয় অনেককেই। বেড়াতে এসেছ, ঘুমোতে নয়।

Advertisement

তবে এ বার বেড়াতে গিয়ে ঘুমোনো যাবে নিশ্চিন্তে। সকাল গড়িয়ে দুপুর হলেও, কেউ ডাকবে না। আলস্য কাটিয়ে উঠে পড়লেও কোনও দর্শনীয় স্থান ভ্রমণে যেতেই হবে, এমনটাও নয়। বরং তার বদলে দিব্যি আয়েশ করা যাবে স্পায়ে। বেড়াতে বেরিয়ে কিছুই না করা, এটাই নাকি ২০২৫ সালের নয়া ভ্রমণের চল।

বেড়ানো বলতে প্রকৃতির সংস্পর্শ, নতুন জায়গা ঘুরে দেখা, সেখানকার খাবার খাওয়া, হইহই করে এ দিক-ও দিক ছুটে বেড়ানো, এমনটাই বোঝেন অধিকাংশে। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাহিদার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নয়া চল। ঠিক যেমন স্লিপিং ডিভোর্স। বেড়াতে গিয়ে উষ্ণ আলিঙ্গন যতই থাক, দিনের শেষে স্বামী-স্ত্রী বা দম্পতির বিছানা হয়ে যাচ্ছে আলাদা। মন কষাকষির জন্য নয়। উদ্দেশ্য, ঘুমের সময়ে আপসহীন নিদ্রা।

Advertisement

ঠিক তেমনই ব্যস্ত জীবনে ঘুমের অভাব, নিজের যত্নের অভাব মেটাতেই বেড়াতে গিয়ে নিজের জন্য সময় দেওয়ার নয়া পন্থা নিয়েই এখন চর্চা। একেই বলা হচ্ছে ‘হার্কল-ডার্কলিং’।

উচ্চারণে জিভ আটকালেও, এই পন্থা কিন্তু নাম না জেনেই এত দিন অনুসরণ করেছেন অনেকেই। একদল ভ্রমণার্থী যেমন বেড়াতে গিয়ে সময় নষ্ট করে সর্বাধিক জায়গা ঘুরে নিতে চান, এঁরা হন ঠিক উল্টো। উদ্দেশ্য থাকে, হোটেলে গিয়ে কয়েকটি দিন আরাম করা। মনের সুখে খাওয়া, ঘরে বসে প্রকৃতি উপভোগ করা।

‘হার্কল-ডার্কলিং’ মানে কী?

হার্কল-ডার্কল হল একটি স্কটিশ শব্দ। যার মানে হল, অ্যালার্ম বাজার পরেও বিছানায় গড়াগড়ি খাওয়া। ঝটপট উঠে না যাওয়া। বাঙালিরা যাকে বলেন, গড়িমসি করা, স্কটল্যান্ডে তা-ই হল হার্কল-ডার্কলিং।

বেড়ানোর ক্ষেত্রে তবে বিষয়টি ঠিক কেমন হবে?

মনের মতো কোনও জায়গায় গিয়ে, পছন্দের হোটেল বা ঘর বেছে নিয়ে সেখানে নিজের শর্তে কয়েকটি দিন কাটানোর কথা বলা হচ্ছে এই পন্থায়। বেড়াতে গিয়েও বেড়াতেই হবে, এমনটা নয়।

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যস্ততা। বাড়িতে থাকলেও দৈনন্দিন কাজের চাপে যত ক্ষণ ইচ্ছা ঘুমোনোর সময় পান না অনেকেই। নজর দেওয়া হয় না নিজের দিকেও। সেখানে কয়েকটি দিন কাজকর্ম ছাড়া একেবারে নিজের সঙ্গে, নিজের জন্য কাটানোর এই চল ক্রমশই জনপ্রিয় হচ্ছে বিশ্ব জুড়েই।

আমেরিকার এক রিসর্ট ব্যবসায়ী মেগান হাজদুক বলছেন, সে দেশে শীতে এই বেড়ানোর ধরন জনপ্রিয় হচ্ছে। লোকে শীতের দিনে আরামদায়ক ঘরে বসে নিজের মতো করে আরাম খুঁজতে চাইছেন। এর মূল কথাই হচ্ছে, বিশ্রাম এবং নিজেকে উজ্জীবিত করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement