Indian Railway on Electric Kettle

ট্রেনে কেন ইলেকট্রিক কেটলি ব্যবহার করবেন না? নুড্‌ল বিতর্কে সতর্কতা জারি করল ভারতীয় রেল

ট্রেন সফরে খিদে পাওয়া স্বাভাবিক ব্যাপার। আর সে কথা সবাই জানেন বলেই খাবারের জোগানও রাখেন হাতের কাছে। তার নানা বিকল্পও আছে। তবে ওই মহিলার সে সবের পরোয়া না করে এবং যাত্রীদের নিরাপত্তার পরোয়া না করে কান্ডটি ঘটিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৬:৩৪
Share:

ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার করে চা-কফি বানিয়ে নেন? ছবি : সংগৃহীত।

ট্রেনের কামরায় ইলেকট্রিক কেটলিতে নুড্‌ল বানিয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গিয়েছেন এক মরাঠী মহিলা। ভারতীয় রেল আগেই জানিয়েছিল, তারা ওই মহিলার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করছে। এ বার তারা একটি পোস্টার তৈরি করে ঘোষণা করল, ট্রেনে ইলকট্রিক কেটলি ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। কেন? তার কারণও জানিয়ে দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সতর্ক করেছে ভারতে দূরপাল্লার ট্রেনে ভ্রমণকারী লক্ষ লক্ষ যাত্রীকে।

Advertisement

ট্রেন সফরে খিদে পাওয়া স্বাভাবিক ব্যাপার। আর সে কথা সবাই জানেন বলেই খাবারের জোগানও রাখেন হাতের কাছে। কেউ বাড়ি থেকে নানা রকম খাবার দাবার রান্না করে কৌটোয় ভরে নিয়ে আসেন। কেউ রেস্তরাঁ বা দোকান থেকে খাবার কিনে নিয়ে ট্রেনে ওঠেন। ইদানীং বিভিন্ন স্টেশন থেকে রেস্তরাঁর খাবারও ট্রেনের আসনে বসে হাতে পাওয়ার সুযোগ হয়েছে। এর বাইরে রেলের নিজস্ব প্যান্ট্রির খাবারের জোগান তো থাকেই। কিন্তু ওই মহিলার এর কোনও বিকল্পই পছন্দ না হওয়ায় তিনি ট্রেনে বিদ্যুৎ সংযোগের প্লাগের সাহায্যে ইলেকট্রিক কেটলি চালিয়ে ইনস্ট্যান্ট নুড্‌ল রান্না করেছিলেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।

বিতর্কের কেন্দ্রে যে মহিলা!

একা ওই মরাঠী মহিলা নন। ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার করতে দেখা গিয়েছে আগেও। অনেকেই ট্রেনে চা বা কফি বানান ইলেকট্রিক কেটলি ব্যবহার করে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে ওই বিষয়টি আদৌ নিরাপদ কি না তা নিয়ে প্রশ্ন তোলেন নেটাগরিকেরা। রেলের দৃষ্টি আকর্ষণও করেন তাঁরা। রেলও ওই মহিলার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার পাশাপাশি যাত্রীদের হিতার্থে একটি সতর্কতাও জারি করেছে।

Advertisement

সতর্ক করতে কী বলেছে রেল?

ভারতীয় রেলওয়ে তাদের এক্স হ্যান্ডলে একটি ‘পোস্টার’ পোস্ট করেছে। সেটি আদতে ওই অভিযুক্ত মহিলারই একটি আঁকা ছবি। দেখা যাচ্ছে ট্রেনের কামরায় বসে তিনি ইলেকট্রিক কেটলিতে কিছু রান্না করছেন। এর উপরে রেলের ওই পোস্টারে বড় বড় হরফে লেখা হয়েছে, ট্রেনে ইলকেট্রিক কেটলি ব্যবহার করবেন না! এটি বিপজ্জনক এবং ব্যবহার করলে শাস্তি হতে পারে।

রেলের বিজ্ঞাপন।

ইলেকট্রিক কেটলি কেন বিপজ্জনক?

রেল জানিয়েছে, ইলেকট্রিক কেটলি চালানোর জন্য হাই ভোল্টেজ বিদ্যুতের প্রয়োজন হয়। ঠিক যেমন জল গরম করার ইমার্সন হিটারেও হাই ভোল্টেজ বিদ্যুতের প্রয়োজন। ট্রেনে ফোন চার্জ দেওয়ার জন্য যে প্লাগ পয়েন্ট দেওয়া হয়, তা ওই হাই ভোল্টেজ যন্ত্র চালনার জন্য উপযুক্ত নয়। এ থেকে শর্ট সার্কিট হতে পারে, আগুনের ফুলকি বেরিয়ে ট্রেনে অগ্নিকাণ্ড ঘটতে পারে। ভারতীয় রেলের যাত্রীদের কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ অনুরোধ করেছে, তাঁরা যেন দায়িত্ববোধের পরিচয় দেন এবং ট্রেনে ওই ধরনের জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকেন। কারণ, এতে শুধু তাঁরা নিজেরা নন, ট্রেনে তাঁদের সহযাত্রীরাও নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement