ক্রিসমাসের প্রস্তুতিতে মেতেছে টরন্টো

পাতা ঝরার মরসুমে লেক ওন্টারিওর তীরে টরেন্টো এখন ভীষণ ব্যস্ত বড়দিনের প্রস্তুতিতে। কানাডার অন্যতম বড় শহর টরেন্টো। ওন্টারিও প্রদেশের রাজধানী এই শহরের জন সংখ্যা কানাডার মধ্যে সর্বাধিক।

Advertisement

ইমন নিধারিয়া

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০০:০০
Share:

টরন্টো গড়ে উঠেছে যে হ্রদের ধারে সেই অন্টারিও লেক।

পাতা ঝরার মরসুমে লেক ওন্টারিওর তীরে টরেন্টো এখন ভীষণ ব্যস্ত বড়দিনের প্রস্তুতিতে। কানাডার অন্যতম বড় শহর টরেন্টো। ওন্টারিও প্রদেশের রাজধানী এই শহরের জন সংখ্যা কানাডার মধ্যে সর্বাধিক। পৃথিবীর অন্যতম প্রধান এই ব্যবসায়িক কেন্দ্র শিল্প-সাংস্কৃতিক কেন্দ্র প্রতি বছরের মত এবারও মেতে উঠেছে ক্রিসমাসের প্রস্তুতিতে। শীতের সকালে ঝলমলে রোদের এখন সবাই তাই উত্সবের কেনাকাটা করতে বেরিয়ে পড়ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement