21 July

খুঁটি পুজোর পর চলছে মঞ্চ বাঁধার কাজ, লোকসভা ভোটের আগে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল

পঞ্চায়েত ভোটের পর একুশে জুলাইয়ের প্রথম সমাবেশ। লোকসভা ভোটের আগে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে দিকেই তাকিয়ে তৃণমূল।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৭:১৪
Share:
Advertisement

পঞ্চায়েতে বিপুল জয়। লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার এই রায়কে সামনে রেখেই ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল। প্রধান বক্তা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তাদের তালিকায় থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ধর্মতলার সমাবেশে বক্তব্য রাখতে পারেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্ভাব্য বক্তা হিসাবে থাকতে পারেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শনিবারের সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। জেলায় জেলায় জোরকদমে চলছে প্রচার। ধর্মতলায় খুঁটিপুজো করে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। তিনটি মঞ্চের কাঠামোও তৈরি হয়ে গিয়েছে। তদারকি করছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement