প্রায় দু’মাস। বিরাম নেই প্যাডেলে চাপ দেওয়ায়। ক্লান্তিহীন। উত্তরপ্রদেশের বদায়ুঁর সবুত কুমার চলেছেন অমরনাথ যাত্রায়। তবে আর পাঁচ জনের মতো করে নয়। একেবারে ব্যতিক্রমী তাঁর যাত্রা। কেন-না তিনি চলেছেন দু-চাকায়। লক্ষ্য একটাই, অমরনাথের প্রথম আরতি দেখা। পথের বাধা-বিপত্তি নিয়ে তাঁর বিশেষ মাথাব্যথা নেই। কেননা তাঁর অটুট বিশ্বাস- ‘ভোলে বাবা, পার করেগা’।