১৯৬৭ নয়, জন্ম ১৯৫৫ সালে। আধার কার্ডে জন্মের সাল সংক্রান্ত ভুল তথ্য সংশোধন করতে না পেরে কলকাতা হাই কোর্টে মামলা সত্তরোর্ধ্ব লজেন্স বিক্রেতার। বিচারপতি অমৃতা সিংহের এজলাসে মামলা করেন আইনজীবী শামিম আহমেদ।