মুক্তি পেল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’। বাংলা সিনেমার হাল-হকিকত থেকে দিন বদলের স্বপ্ন। সিনেমা আর জীবনের লগ্ন হয়ে থাকা অভিনয়ের ঘর গেরস্থালি। পরিচালকের সঙ্গে আড্ডায় অভিনেতা চন্দন রায় সান্যাল ও সায়ন মুন্সী।