ওবামা পেয়েছেন। ট্রাম্প পাননি। সম্ভবত এই তথ্যই অস্বস্তিকর মিঃ প্রেসিডেন্টের কাছে। আর তাই যত বার নোবেল আর ওবামার প্রসঙ্গ এসেছে, কটাক্ষই ছুড়ে দিয়েছেন ট্রাম্প। আর সেই সঙ্গে নিজেকে তুলে ধরেছেন যোগ্য হিসাবে। এ দিকে গান্ধী-জওহরলাল মনোনয়ন পেয়েও নোবেল পাননি। তাহলে কোন যুক্তিতে নোবেলের জন্য এত আগ্রহী ডোনাল্ড ট্রাম্প? সে প্রশ্ন থেকেই যায়।