অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা এখনও টাটকা। ও পার থেকে ছুটে আসা গোলাগুলির স্মৃতি এখনও পুরনো হয়ে যায়নি। পহেলগাঁও-কাণ্ডের ৭ মাসের মধ্যেই ফের জঙ্গিহানার সাক্ষী থেকেছে ভারত। তাই সতর্ক হয়েছে সীমান্ত। ফসল কাটার মাঝেই বাঙ্কার পরিষ্কার করছেন জম্মুর আরএসপুরার বাসিন্দারা।