আনন্দপুর অগ্নিকাণ্ডে নানা প্রশ্নের জট। ‘ফায়ার অডিট’ হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু রাজনৈতিক চাপানউতর। ক্ষতিপূরণ ও মৃতদের পরিবারের এক জনের চাকরির দাবি কংগ্রেসের। তবে, বহু প্রশ্নের উত্তর এখনও অধরা।