পুলিশ জানাচ্ছে, আনন্দপুরের গুদামে অগ্নিকাণ্ডে নিখোঁজ ডাইরি হয়েছে ১৪ জনের নামে। তবে ঘটনাস্থলে এবং থানার সামনে অপেক্ষারত পরিবারগুলোর দাবি, এখনও খোঁজ নেই ২০ জনেরও বেশি মানুষের। বেশ কিছু দেহ উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে পুড়ে যাওয়া কিছু দেহাংশও। দেহ শনাক্তকরণে ভরসা ডিএনএ পরীক্ষা। আপাতত তারই অপেক্ষায় নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলি।