কখনও হাজার হাজার, কখনও বা লক্ষ লক্ষ টাকা। খরচের অঙ্কে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। অমরত্ব আর চিরযৌবনের অমোঘ টানে মুঠো মুঠো ওষুধের ব্যবহার এমন কী শরীরে কাটাছেঁড়া করাতেও আপত্তি নেই।বার্ধক্যরোধক চিকিৎসা কতটা নিরাপদ? শেফালির অকস্মাৎ মৃত্যুর নেপথ্যে কারণ কি এই চিকিৎসা?