প্রথম মহাকাশযাত্রী কে? প্রশ্ন বেশ সহজ। উত্তরও জানা। মহাকাশে পাড়ি দেওয়া প্রথম প্রাণী লাইকা। সে ছিল একক কুকুর। আর প্রথম মানুষ রাশিয়ার ইউরি গ্যাগরিন। মন্ত্রীর দাবি— প্রথম মহাকাশচারী না কি হনুমান। নিজের উত্তরের পক্ষে যুক্তিও দিয়েছেন। এমন দাবিতে কি প্রশ্নের মুখে পড়ছে বিজ্ঞানমনস্কতা?