ভারত-পাক সংঘাতে মাথা গলিয়েছে আমেরিকা। সংঘর্ষ থামিয়ে দু’দেশকে বাণিজ্যে ফিরতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যে ফিরতে বলছেন আবার হুমকি ধমকিও দিচ্ছেন। এক বার বলছেন, ‘আসুন বাণিজ্য করি’। আবার ট্রাম্প নিজেই ভারত থেকে বাণিজ্য গোটানোর জন্য পরামর্শ দিচ্ছেন অ্যাপ্ল কর্তা টিম কুককে। এরই মধ্যে মঞ্চে বিজেপি সাংসদ কঙ্গনা রানওয়াত!