DA Protest

সরানো হল ‘মাথার ছাদ’, বিনা ছাউনিতেই আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চ

মহার্ঘ ভাতার দাবিতে ৩৮১ ঘণ্টার লাগাতার অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১০
Share:
Advertisement

দাবি, মহার্ঘ ভাতা। আর সেই দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহীদ মিনারের নীচে ৩৭৫ দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। ৩৮১ ঘণ্টার লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। এটি দ্বিতীয় দফার অনশন। এর আগে ৪৪ দিন অনশন করেছিলেন তাঁরা। অনশনকারীদের অভিযোগ, সেনার তরফে তাঁদের ধর্নামঞ্চের ছাউনি খুলে ফেলা হয়েছে। খোলা আকাশের নীচে, রোদ জল উপেক্ষা করেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। লোকসভার আগে এই আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement