Bhai Fota

‘দাদা, এ বার বৌদি চাই’, অরূপের কাছে ভাইফোঁটায় আবদার জুনের

নবনীড় বৃদ্ধাশ্রমে অরূপ বিশ্বাসের আয়োজনে ভাইফোঁটায় তারকা সমাবেশ। ‘রঙ্গবতী’ গানে নাচলেন জুন, সায়নী, সায়ন্তিকা, রণিতা।

প্রতিবেদন: প্রচেতা , চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: অসীম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২০:২৬
Share:
Advertisement

নবনীড় বৃদ্ধাশ্রমে অরূপ বিশ্বাসের আয়োজনে ভাইফোঁটা। নাচে, গানে, মিষ্টিমুখ করিয়ে বেশ আড়ম্বরের মধ্যে দিয়েই কাটল রাজ্যের মন্ত্রীর। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার এই বৃদ্ধাশ্রমে আসেন অরূপ। তাঁর সঙ্গেই ফোঁটা নিতে আসেন কলকাতার পুর প্রতিনিধি অরূপ চক্রবর্তী, সন্দীপ নন্দী মজুমদার, সন্দীপ দাস, প্রসেনজিৎ দাস এবং তপন দাশগুপ্ত। নবনীড়ে এসেছিলেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভাইভোঁটার এই আয়োজনে আমন্ত্রিত ছিলেন সায়নী ঘোষ, তৃণা সাহা, সৌমিতৃষা কুণ্ডু, রণিতার মতো খ্যাতনামীরাও। ‘দাদা’ অরূপের কাছে কী উপহার চাইলেন জুন? আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘‘দাদাকে আবদার করে বলেছি, এ বার বিয়ে করো। একটা বৌদি চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement