প্রথমে ‘অপারেশন সিন্দুর’। পরে ‘অপারেশন মহাদেব’। পহেলগাঁও হামলার সামরিক বদলায় কোণঠাসা পাকিস্তান। আর তাই এ বার পরমাণু হামলার হুমকি পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের। উল্লেখযোগ্য ভাবে সেই হুমকি এসেছে আমেরিকার মাটি থেকে। যাকে দুর্ভাগ্যজনক বলেই মনে করছে ভারত।