বিরল জিনঘটিত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত ছোট্ট অস্মিকা দাস। চিকিৎসার খরচ বিপুল। শিশুকে বাঁচাতে শুরু হয়েছিল ‘ক্রাউড ফান্ডিং’। প্রায় ১১ মাসের চেষ্টাতে উঠে আসে চিকিৎসার খরচ। তাতেই ১৯ কোটি টাকা মূল্যের ইঞ্জেকশন পেল অস্মিকা।