নেতা-মন্ত্রী নন। তবে জ়ুবিন ঘোরতর রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৯-এ নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে উত্তাল অসম। তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে খোলা চিঠি লিখে বিরোধিতা করেছিলেন জ়ুবিন। অংশ নিয়েছিলেন প্রতিবাদ, প্রতিরোধে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অসমের সংস্কৃতিকে সর্বোচ্চ স্থানে রাখা। সব মিলিয়েই অসমবাসীর কাছে জ়ুবিন হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের ‘আইকন’।