হালুয়া থেকে হাঁস, মহাকাশে যোগ, ভারতীয় রান্নার গবেষণা, আর কী কী চমক? জানালেন শুভাংশু
মিশন এগজ়িয়ম-৪। যানের পাইলট লখনউয়ের শুভাংশু। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। প্রথম বার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখবে ভারত।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ২১:২৮
Share:
Advertisement
আন্তর্জাতিক
মহাকাশ কেন্দ্রে প্রথম বার ভারতীয় সংস্কৃতির ছাপ। তিরঙা জাতীয় পতাকা। দেশীয়
সংস্কৃতি,হালুয়া আর হাঁস সঙ্গে নিয়ে মহাকাশযানের চালকের
আসনে ভারতের ছেলে। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় নভশ্চর।