রামলালার প্রাণপ্রতিষ্ঠা’র দ্বিতীয় বছর। রাম-দরবার উদ্বোধন অনুষ্ঠান। সঙ্গে উদ্বোধন হবে রাম মন্দির চত্বরের আরও ছয়টি মন্দির। ৫ জুন মূল অনুষ্ঠান। রাম-লক্ষণ-সীতার মূর্তি বসানো হবে রাম-দরবারের একতলায়। রামমন্দিরের গর্ভগৃহের মাথা সোনার পাত দিয়ে মোড়ানো হচ্ছে।