যুদ্ধ বিমান জে এফ সেভেনটিন কিনতে আগ্রহী বাংলাদেশ। জানুয়ারিতে ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বায়ুসেনা প্রধানের বৈঠকের পরই জোরাল হয়েছে সম্ভাবনা। খবরে সিলমোহর দিয়েছে খোদ পাকিস্তানি সেনা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ধরনের সমীকরণ তৈরি হচ্ছে তা ভারতের জন্য চিন্তার?