মাটির নীচে ওত পেতে আছে বিপদ। সীমান্ত জুড়ে বিস্ফোরকের জাল। মায়ানমারের যুদ্ধাস্ত্রে ছিন্নভিন্ন হচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। বহু দেশেই ল্যান্ডমাইন নিষিদ্ধ হয়েছে। মায়ানমারে কিন্তু অ্যান্টি-পার্সোনাল মাইনের ব্যবহার বেড়েছে। আর তাতেই বিপদে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষ।