একটি প্রতারণার মামলার তদন্তে শান্তা পালের নাম উঠে আসে। লালবাজারের গুন্ডা দমন শাখার তদন্তকারীদের হাতে গ্রেফতার হন শান্তা। পেশায় তিনি মডেল, নায়িকা, বিমানসেবিকা। ঠিকানা বাংলাদেশের বরিশাল। কলকাতার বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। শান্তার কাছে পাওয়া যায় ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।