Srijit Mukherjee

উলুপী আমার মতোই, মানুষের সঙ্গে মিশতে ভালবাসে

সৃজিতের নতুন ভালবাসা উলুপী

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৭
Share:
Advertisement

বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমেই বাড়িতে নতুন অতিথি আগমনের ইঙ্গিত দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। অতিথির নাম যে ‘উলুপী’ তা ওই পোস্টেই জানিয়েছিলেন তিনি। এ বার জানা গেল, সৃজিতের নতুন পোষ্যের নাম ‘উলুপী’। আনন্দবাজার অনলাইনকে সৃজিত জানান, ‘উলুপী’ আদতে একটি পাইথন, যা সুদূর কলম্বিয়া থেকে আনিয়েছেন তিনি! আরও জানান, পাইথন পোষার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরের সমস্ত অনুমোদন নেওয়া হয়েছে। কথা শেষে ‘জাতিস্মর’ -এর পরিচালকের সংযোজন, ছোটবেলা থেকেই তাঁর শখ ছিল পাইথন পুষবেন। শেষমেশ তা পূরণ হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement