ছোটবেলায় দিদির কাছে ফোঁটা নিতেন, এখন ভাইদের ফোঁটা দিয়ে নারীত্বের উদ্যাপন অনুপ্রভার
রূপান্তরিত নারী অনুপ্রভার জীবনে এক অন্য মানে নিয়ে আসে ভাইফোঁটা।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:১৮
Share:
Advertisement
নারীত্বের স্বীকৃতি। সমতার উদ্যাপন। ধর্মের বেড়া ভেঙে বেঁধে বেঁধে থাকার আচার। রূপান্তরিত নারী অনুপ্রভার ভাইফোঁটা এমন এক জীবনের উদ্যাপন, যা বহুত্বকে, ভিন্নতাকে স্বীকার করতে জানে।