আপাতত সংঘর্ষ বিরতি, পাকিস্তান ফের সন্ত্রাস করলে যুদ্ধ হিসাবেই দেখা হবে, শর্ত দিয়ে রাখল ভারত

দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান, দুই দেশ সংঘর্ষ বিরতিতে এক মত হয়েছে। দুই দেশকে অভিনন্দন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০০:৩৭
Share:
Advertisement

শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে আর কোনও রকম সংঘর্ষে জড়াবে না। বন্ধ থাকবে সব রকমের সামরিক অভিযান। এক মিনিটের ছোট্ট বিবৃতি বিদেশ সচিব বিক্রম মিস্রীর। তাতেই আপাতত সংঘাত থেকে সরে আসার সিদ্ধান্ত। এক্স হ্যান্ডেলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দারের পোস্ট— ‘পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করে না। শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালায়’।

কী ভাবে আপাতত সংঘর্ষ বিরতি? আমেরিকার মধ্যস্থাতেই কি জট কাটল? দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান, দুই দেশ সংঘর্ষ বিরতিতে এক মত হয়েছে। এক্স হ্যান্ডলে লেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement