ছটে বাড়ি ফেরা যেন যুদ্ধ। বিহারের ট্রেনের অপেক্ষায় শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক। টিকিট মেলেনি। ভিড় ট্রেনে ওঠাই দায়। ট্রেনে জায়গা পাওয়ার অপেক্ষায় তাই স্টেশনই ঘরবাড়ি তাঁদের।