চারদিকে ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের স্তূপ। ছিন্ন ভিন্ন দেহাংশ। শরীর পুড়ে কাঠ। শনাক্ত করার উপায় নেই। অহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা আড়াইশো ছা়ড়িয়েছে। পরিবার পরিজন ভিড় করেছেন অহমেদাবাদ হাসপাতালে। কিন্তু মৃতদের যে চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে দেহ শণাক্ত করা হচ্ছে।