বরাবরই অপরাধ-জগতের নিশানায় বলিউড। ইদানীং এই তালিকায় শীর্ষে নাম দিশা পটানীর। দিশার বরেলির বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলে। অল্পের জন্য রক্ষা পায় পরিবার। ঘটনার সম্পূর্ণ দায় স্বীকার করে নেয় রোহিত গোদারা এবং গোল্ডি ব্রা’র গ্যাং। আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়ান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ঠিক দু’দিন পরেই পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান গুলিকাণ্ডে জড়িত দুই ব্যক্তি। পুলিশের গুলিতে মৃত্যু হয় দু’জনেরই।