‘ভেজা বইয়ের হাট’, বইপাড়ার পাশে দাঁড়াতে কলকাতায় অন্য বইমেলা
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকাশক, বিক্রেতাদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ। একই মাসে পর পর দু’টো ‘ভেজা বইয়ের মেলা’ দেখল কলকাতা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৫:০৫
Share:
Advertisement
২২ সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে নষ্ট হয়েছিল অজস্র বই। বিপুল ক্ষতির মুখে পড়ে বইপাড়া। এই দুঃসময়ে কলেজ স্ট্রিটের পাশে এসে দাঁড়িয়েছেন পাঠকেরা। ভিজে যাওয়া বইয়ের মধ্যে, যে বইগুলো বাঁচানো গিয়েছে সেই সমস্ত বই নিয়েই এই মেলা।