দু’বছর আগের ঘটনা। দমদম সেন্ট্রাল জেল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় দু’টি কামান। মাটিতে পোঁতা অবস্থায় ছিল। একই রকম ভাবে কামান উদ্ধার হয় ফেয়ারলি প্লেস এলাকায়। ঐতিহাসিকরা অনুমান করেন কামানগুলি সিরাজদৌল্লার আমলের। ফোর্ট উইলিয়াম আক্রমণের সময় নবাব সিরাজদৌল্লা এ ধরনের কামান ব্যবহার করেন।