পশ্চিমবঙ্গে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় তৃণমূলের। গত বারের থেকে বেশি ভোটের ব্যবধানে জয়ী আলিফা আহমেদ। শাসকদলের জয়ের পরই কালীগঞ্জে অঘটন। বিজয় মিছিলে বোমাবাজিতে নিহত ১৩ বছরের নাবালিকা। ‘রক্তপাত ছাড়া নির্বাচন জিততে পারে না তৃণমূল’, কালীগঞ্জের ঘটনায় সরব বিজেপি। কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দেশের একাধিক রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। কেরলে জয়ী কংগ্রেস। গুজরাতে একটি করে আসনে জয় আপ এবং বিজেপি-র। পঞ্জাবে জয় আম আদমি পার্টির।