প্রতিবছরের মতোই পুরীর রথযাত্রায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রথে চড়িয়ে নিয়ে যাওয়া হবে গুণ্ডিচা মন্দিরে। এ বছর রথযাত্রা ২৭ জুন, ১ সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে ৫ জুলাই জগন্নাথ-বলরাম-সুভদ্রা ফিরে আসবেন জগন্নাথ মন্দিরে। রথযাত্রা নিয়ে ভক্তদের উন্মাদনা পুরিতে প্রতিবছরই দেখা যায়। এখন থেকেই ভিড় জমাচ্ছেন তাঁরা।