অপারেশন সিঁদুর। ৬-৭ মে’র মধ্য রাতে পাক মদতপুষ্ট ৯টি জঙ্গিঘাঁটিতে ভারতের চরম প্রত্যাঘাত। এই অভিযানের পর একটা প্রশ্ন বারবার সামনে আসে। পাকিস্তানকে শিক্ষা দিতে গিয়ে ভারত সামরিক ভাবে কতটা ক্ষতিগ্রস্ত? না সেনাবাহিনী কখনওই এই প্রশ্নের স্পষ্ট উত্তর করেনি। বরং পাকিস্তান বিভিন্ন রকম দাবি করে। শেষপর্যন্ত উত্তর দিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। রহস্যের জট খুলল কি?