সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলে পথে নেমেছিল লাদাখের তরুণ প্রজন্ম। বাংলাদেশ, নেপালের পর দানা বাঁধছিল আরও এক জেন জ়ি আন্দোলন। অভিযোগ, এই বিক্ষোভে প্ররোচনা দেন সমাাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলন এগোতে না এগোতেই জাতীয় সুরক্ষা আইনের আওতায় তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো।