১০ বছর পর ফের টিভির পর্দায় বাহা! ধারাবাহিকে অভিনয়ে ফিরলেন রণিতা দাস, ‘ও মোর দরদিয়া’য় রোজ দেখা যাচ্ছে রণিতাকে। তেলুগু ধারাবাহিক ‘কার্তিকা দীপম ২’-এর রিমেক এই ধারাবাহিকটি। বাণী চরিত্রটি রণিতার কাছে নতুন চ্যালেঞ্জ। পর্দার অনিরুদ্ধের বাড়িতেই আড্ডা জমল তাঁর সঙ্গে।