জলসমাধি, মৃত্যুর পর নদীতে শরীর বিসর্জন। ভারী কোনও বস্তু বেঁধে দেহকে নদীর বিছানায় তলিয়ে দেওয়ার নিয়ম। রাম মন্দিরের প্রয়াত প্রধান পুরোহিত মোহন্ত সত্যেন্দ্র দাসের সৎকার হয় জলসমাধির মাধ্যমে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক।