বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দার্জিলিং। ক্ষয়ক্ষতির খতিয়ান চলছে। পাহাড়ে প্রকৃতির এই ধ্বংসলীলার দায় কি মানুষেরও নয়? পর্যটনের চাপ কি সহনশীলতার মাত্রা ছাড়াচ্ছে? উন্নয়নের মাশুল দিচ্ছে দার্জিলিং। দীর্ঘ দিন কর্মসূত্রে দার্জিলিঙে কাটিয়েছেন লেখক পরিমল ভট্টাচার্য। শৈলরানির ইতিহাস, অর্থনীতি ও সমাজ নিয়ে বই-ও লিখেছেন। আনন্দবাজার ডট কম-এ সাম্প্রতিক বিপর্যয়ের ময়নাতদন্ত করলেন লেখক।