পাঁচ মাসে ৩০০ নকশালপন্থী নিহত, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মুছে যাবে মাওবাদ?

২০০০ থেকে ২০২৪। বিগত আড়াই দশকে মাওবাদীদের বিরুদ্ধে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কম করে ১১ হাজার মানুষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:৫৪
Share:
Advertisement

অন্ধ্রপ্রদেশ। বিহার। ছত্তীসগঢ়। ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র। তেলঙ্গনা। ওড়িশা। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে জমি হারাচ্ছে মাওয়ের মতবাদ। দেশের ১২৬টি জেলায় মাওবাদীদের প্রভাব ছিল। গত এক দশকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২ জেলায়। যার বেশিরভাগটা-ই ছত্তীসগঢ়ে। সরকারি হিসেব অনুযায়ী এই সময়ে ৬ হাজারের উপরে মাওবাদী নিশ্চিহ্ন করেছে প্রশাসন। গ্রেফতার হয়েছেন ৫৪ জন মাওবাদী। আত্মসমর্পণ করেছেন ৮৪ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement