অন্ধ্রপ্রদেশ। বিহার। ছত্তীসগঢ়। ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র। তেলঙ্গনা। ওড়িশা। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে জমি হারাচ্ছে মাওয়ের মতবাদ। দেশের ১২৬টি জেলায় মাওবাদীদের প্রভাব ছিল। গত এক দশকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২ জেলায়। যার বেশিরভাগটা-ই ছত্তীসগঢ়ে। সরকারি হিসেব অনুযায়ী এই সময়ে ৬ হাজারের উপরে মাওবাদী নিশ্চিহ্ন করেছে প্রশাসন। গ্রেফতার হয়েছেন ৫৪ জন মাওবাদী। আত্মসমর্পণ করেছেন ৮৪ জন।