বিশ্বাসের জোরেই বিশ্বাস বাড়ছে ১১এতে। আপৎকালীন দরজার পাশে যে আসনে এতদিন কেউ বসতেই চাইতেন না, অন্য আসনে বসার জন্য আবেদন করতেন, এখন সেই আসনেরই কদর সবচেয়ে বেশি। এয়ার ইন্ডিয়ার বিমানে ওই আসনে বসেই প্রাণ বেঁচেছে ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের। তবে সব বিমানের ক্ষেত্রে যে আপৎকালীন দরজার পাশে ১১-র রো-ই থাকে তেমনটাও নয়। ছোট বিমানের ক্ষেত্রে আসনবিন্যাস অন্য রকমও হয়। কেবল বিশ্বাসের কারণে ১১-এ আসন নয়, বিপদ ঘটলে সহজে বাঁচার জন্য আপৎকালীন দরজার পাশে বসতে চাইছেন অনেকেই।