Ahmedabad Plane Crash

জানালা নয়, বিমানযাত্রায় এখন পছন্দের আসন জানালাবিহীন ১১এ

অহমদাবাদ বিমান দুর্ঘটনায় ১১এ আসনে বসেই প্রাণে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:১৫
Share:
Advertisement

বিশ্বাসের জোরেই বিশ্বাস বাড়ছে ১১এতে। আপৎকালীন দরজার পাশে যে আসনে এতদিন কেউ বসতেই চাইতেন না, অন্য আসনে বসার জন্য আবেদন করতেন, এখন সেই আসনেরই কদর সবচেয়ে বেশি। এয়ার ইন্ডিয়ার বিমানে ওই আসনে বসেই প্রাণ বেঁচেছে ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের। তবে সব বিমানের ক্ষেত্রে যে আপৎকালীন দরজার পাশে ১১-র রো-ই থাকে তেমনটাও নয়। ছোট বিমানের ক্ষেত্রে আসনবিন্যাস অন্য রকমও হয়। কেবল বিশ্বাসের কারণে ১১-এ আসন নয়, বিপদ ঘটলে সহজে বাঁচার জন্য আপৎকালীন দরজার পাশে বসতে চাইছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement