India at ICC World Cup Final

ধর্মতলার রং নীল! বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের জার্সির খোঁজে কলকাতা

ধর্মতলার ময়দান মার্কেটে যেন রাস্তায় উঠে এসেছে। রাজপথের উপরেই ঢেলে বিক্রি হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৫:৩৪
Share:
Advertisement

ইডেনে ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দিন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার জার্সি নিয়ে এসেছিলেন ময়দান চত্বরের এক হকার। ভেবেছিলেন এ দিনের খেলার যুযুধান দু’শিবিরের জার্সির চাহিদা থাকবে ইডেনমুখী জনতার মধ্যে। দুপুরে খেলা শুরু হওয়ার আগে রীতিমতো হতাশ তিনি। ইডেনে খেলা দেখতে ভিড় করছে ক্রিকেটপ্রেমী কলকাতাবাসী, কেউ বা সমর্থন করছেন অস্ট্রেলিয়াকে, কেউ বা আবার দক্ষিণ আফ্রিকার দলে। কিন্তু গায়ে তাঁদের সেই নীল জার্সি। বুধবারের রুদ্ধশ্বাস জয়ের পর এ বারের আগামী রবিবারের ফাইনালের অপেক্ষা। তাই দেশের জার্সিটা তো গায়ে চড়িয়ে রাখতেই হবে। ময়দানে জার্সির বাজারে বা তার আশেপাশের হকারদের মুখে তাই চওড়া হাসি। বিরাট-রোহিতদের কাটতি যে দারুণ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement