জগন্নাথের টানে দিঘায় এবার দিলীপ। একা নয়, সস্ত্রীক। তাঁদের স্বাগত জানালেন মন্ত্রী অরূপ। ঘুরিয়ে দেখালেন মন্দির। চওড়া হাসি নিয়ে তা ঘুরে দেখলেন তিনি। মুখে, "জয় জগন্নাথ!" হালকা প্রশংসাও করলেন কি? মুখ্যমন্ত্রীর দফতর থেকে নিমন্ত্রণ গিয়েছিল দিলীপ ঘোষের বাড়িতে। সেই নিমন্ত্রণে সাড়া। কেবলই নিমন্ত্রণ রক্ষা? সৌজন্যের রাজনীতি? তাও আবার দলের বিপরীতে হেঁটে! নাকি বিধানসভা ভোটের আগে অন্য চমক! কে জানে!