মাটিতে আছড়ে পড়ার আগে থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুর্যোগ শুরু হয়। প্রবল ঝড়বৃষ্টিতে নাজেহাল দশা। মেলিসার তাণ্ডবে এখন পর্যন্ত ৭ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। সমুদ্রে ১৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে সতর্কতা জারি।