জাতিহিংসার কারণেই দু’বছর হয়নি সাঙ্গাই উৎসব। চলতি বছরে ২১ থেকে ৩০ নভেম্বর আয়োজন উৎসবের। তাতেই ক্ষুব্ধ একৌ, দোলাইথাবি এবং ইয়েংখুমান এলাকার মানুষ। হিংসা পরবর্তী সময়ে বাড়ি ফিরতে পারেননি তাঁরা। প্রায় ৬০ হাজার মানুষ নিজের রাজ্যেই ঘরহারা। তাঁদের বাস ত্রাণশিবিরে। তা সত্ত্বেও কেন উৎসবের আয়োজন? প্রশ্ন ঘরহারা মানুষদের।