নিয়মের তোয়াক্কা না করে দেদার বাজি পুড়ল কলকাতা আর শহরতলিতে। কলকাতার বেশ কিছু এলাকায় বায়ুদূষণের মাত্রা ৪০০ ছাড়াল। শহরের বুক কাঁপল শব্দবাজির গর্জনে। কলকাতার নগরপাল যদিও বলছেন, সীমার মধ্যেই বাঁধা গিয়েছে শব্দবাজিকে। শহরের বাসিন্দারা কী বলছেন? কেমন কাটল তাঁদের কালীপুজোর রাত? কী বলছেন পরিবেশবিদেরা?