এক সময় বলেছিলেন, “যে ভাবে এক জন বিষমকামী পুরুষ আর এক জন পুরুষকে ভালবাসে, আমিও সে ভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভালবাসি।” সেই ইলন মাস্কই এখন আমেরিকার প্রেসিডেন্টকে আক্রমণ করতে ছাড়ছেন না। বলছেন, আমেরিকায় নতুন রাজনৈতিক দল গড়া প্রয়োজন। ভোটে জেতার পর, মাস্ককে ‘নতুন নক্ষত্র’ বলেন ট্রাম্প। টেসলার মালিককে নতুন সরকারি দফতরের মাথায় বসান। এখন ট্রাম্পই ইলনের সংস্থার সরকারি ভর্তুকি এবং বরাত বাতিলের পক্ষে সওয়াল করছেন। এক সময়ের ‘বন্ধুত্ব’ কী ভাবে বদলে গেল তিক্ততায়?