Tarapith

তারাপীঠে ফিরল কুমারী পুজো

বেশ কয়েক বছর আগে কুমারী পুজো হত। পরে সেটা বন্ধ হয়ে যায়। তারাপীঠ মন্দিরে তারাকেই দুর্গা রূপে পুজো করা হয়। কিন্তু এ বছর অষ্টমীর দিন এক কুমারীর পুজো হল তারাপীঠ মন্দিরে।

নিজস্ব সংবাদদাতা
তারাপীঠ শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ১৪:০৫
Share:
Advertisement

পুরনো রীতি ভেঙে নতুন রীতিকে আহ্বান জানাল তারাপীঠ। কুমারী পুজো করল মন্দির কমিটি। বেশ কয়েক বছর আগে তারাপীঠ মন্দিরে এই পুজো হত। তবে সেটা বন্ধ হয়ে যায়। এখানে দেবী তারাকেই দুর্গা রুপে চার দিন পুজো করা হয়। অন্য কোনও দেবদেবীর পুজো হয় না তারাপীঠ মন্দিরে। কিন্তু এ বছর ব্যতিক্রম ঘটল বহু বছরের নিয়ম নীতিতে । তবে মন্দিরের মূল গর্ভে নয়, নাট মন্দিরে এক কুমারী মেয়েকে মাতৃরূপে আরাধনা করল তারাপীঠ মন্দির কমিটি। সকাল থেকেই সেই মতোই অষ্টমীর পুজো শুরু হয়েছে। আয়োজন করা হয়েছে হোমযজ্ঞের। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে জীবন্ত দুর্গা আখ্যা দিয়ে বেলুড় মঠে দুর্গা পুজো শুরু করেন। এখনও প্রতি বছর বেলুড়ের দুর্গা পুজোর সংকল্প সারদা দেবীর নামেই হয়ে আসছে। সেখানে রয়েছে কুমারী পুজোর প্রচলনও। এ বারে কুমারী পুজো করল তারাপীঠ মন্দিরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement