পুলিশসূত্রে খবর, নাজিরপুরে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের নামে ‘মিসিং ডায়েরি’ হয়েছে। পুলিশের খাতায় ওই ২৭ জন নিখোঁজ হলেও, কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। কেন এত বড় বিপর্যয়? উপগ্রহচিত্র থেকে পরিষ্কার, কী ভাবে গত এক দশকের বেশি সময়ে গুদামঘরে ছেয়ে গিয়েছে নাজিরাবাদ আর সংলগ্ন এলাকা? আইনের তোয়াক্কা না করেই কি গজিয়ে উঠেছে একের পর এক গুদাম? এতগুলো মৃত্যুর দায় কার?