পরিণীতা ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপ সিং এবং নায়িকা ঈশানী। পরিণীতা ধারাবাহিকে রায়ান এবং পারুলের চরিত্রে। দুজনেই সমান জনপ্রিয় দর্শকমহলে। টিআরপি-র নিরিখে টানা বেঙ্গল টপার থাকার পর এখন কিছুটা ব্যাকফুটে ‘পরিণীতা’। ‘রায়ান’ কি চিন্তিত?